[The aim of the Bisawa Manab Siksha(The world human
education)]
We want to establish peace and harmony at the global level
for the goodness of all mankind. Due to this cause we want today that bright
sun of intellectuality like Jogut guru Sankaracharja,Goutam Buddha, Hajarath Mohammad,
swami Vivekananda, Ramakrishna, Rabindranath, Jogadish Ch, Bose. Kaji
Najrul,Jesus Christ and others who will represent the role with their wonderful heart of love and
mercy for the establishment peace and harmony at the global level to take their
good and pure sense and power as per their qualification. This union will give
us the highest philosophy. Science and religion will meet and shake hands in
the circle of truth. Poetry and philosophy will become friends in this circle
to take the same aim. This will be the religion of the future, and we can work
it out, we may be sure that will be for all times and all peoples. Only in this
way we may be established peace and harmony at the global level and we may good
for the all mankind in this world.
পৃথিবীর বুকে আমরা এখন হাজার হাজার আত্মজ্ঞানে
ভরপুর তেজস্বী মানুষ যারা শঙ্করাচার্য, হজরত মহম্মদ, স্বামী বিবেকানন্দ,
রবীন্দ্রনাথ, জগদীশ্চন্দ্র বসু, নজরুল ইসলাম যিশুখ্রিস্ট প্রমুখ মনিষীদের ন্যায়
প্রখর জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হয়ে তাদের প্রতিনিধিত্ব করবে। আরো চাই হাজার হাজার
হৃদয়বান মানুষ যারা গৌতম বুদ্ধ, যিশুখ্রিস্ট ও শ্রীচৈতন্য দেবের ন্যায় সকলকে আপন
করে নিয়ে তাদের প্রতিনিধিত্ব করবে। তাঁদের প্রদর্শিত মত ও পথ হবে পৃথিবীর সকল
মানুষের সর্বোচ্চ দর্শন। বিজ্ঞান রাজনীতি ও ধর্ম হাত মিলিয়ে এক মঞ্চে দেখা দিয়ে
মানুষকে আরো শক্তিশালী করে দেবত্বের অভিমুখে নিয়ে যাবে। কাব্য ও দর্শন বন্ধুত্ব
করে মানুষকে আনন্দময় জগতে নিয়ে যাবে। সকল ধর্মের শাস্ত্র গ্রন্থ এক মঞ্চে মিলিত
হয়ে মানুষের অন্তরের কথা বলবে। এটাই হবে মানুষের জন্য প্রকৃত শিক্ষা ও ধর্ম। যুগে
যুগে সকল মানুষের জন্য বিশ্বমানব শিক্ষায় পথ প্রদর্শক রূপে কাজ করে চলেছে। আমরাও
কাজ শুরু করেছি মানব শিক্ষার দ্বারা প্রকৃত সত্য উদ্ঘাটন করে মানব সমাজে সত্যকে
প্রতিষ্ঠিত করার জন্য—আপনারাও এগিয়ে আসুন এক লক্ষ্য নিয়ে তাহলেই সারা বিশ্বে সত্য,
শান্তি, ঐক্য ও সাম্যের প্রতিষ্ঠা সহজেই হবে।